ঢাকা: রাজধানীর পল্লবী থানার একটি নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ দলটির ১৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গ্রেফতারি পরোয়ানার অপর আসামিরা হলেন- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল, হাবিব উন নবী খান সোহেল, আসিফা আশরাফি পাপিয়া, হাসান কমিশনার, মো. গোলাম মোস্তফা, ফরহাদ আলম ভূইয়া, মহিউদ্দিন সোহাগ, নওশাদ আলম, নুরুজ্জামান ওরফে নুর মোহাম্মাদ ওরফে নুরুল আমিন গাজী, নয়ন বাঙ্গালী, রাইসুল ইসলাম পবন, নুর সালাম ও মো. সানি।
সোমবার (০৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আসিফা আশরাফি পাপিয়া কারাগারে আটক থাকলেও আদালতের নথিতে এ বিষয়ে কোনও প্রতিবেদন না থাকায় এবং তার আইনজীবী আদালতকে বিষয়টি অবহিত না করায় তার বিরুদ্ধেও এ পরোয়ানা জারি করা হয়েছে।
চলতি বছরের ২৬ জানুয়ারি মিরপুর-১২ নম্বর হতে যাত্রাবাড়ীগামী শিখর পরিবহনের একটি বাস পল্লবীর সেকশন-১১’র কেএফসি চাইনিজ রেস্টুরেন্টের সামনে আসলে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির চালক জাকির হোসেন একটি নাশকতা মামলা দায়ের করেন।
এ মামলায় পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫/ আপডেট: ১৪৪২ ঘণ্টা
এমআই/এসইউ