ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াত ঢাকা মহানগরীর বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
জামায়াত ঢাকা মহানগরীর বিক্ষোভ

ঢাকা : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ সব নেতার মুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর।
 
বিক্ষোভ মিছিলটি সকাল সাড়ে ৮টায় মহাখালীর আমতলী থেকে শুরু হয়ে প্রধান রাস্তা প্রদক্ষিণ করে কাঁচাবাজারের সামনে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়।



মিছিলে রমনা থানা জামায়াতের আমির ড. রেজাউল করিম, শেরে বাংলানগর থানা আমির আজম কামাল হোসেন, বনানী থানা আমির  সাইফুল ইসলাম, তেজগাঁও থানা সেক্রেটারি শেখ নেয়ামুল করিম,বাড্ডা থানার সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দীন, খিলক্ষেত থানা সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ, বিমানবন্দর থানা সেক্রেটারি অ্যাডভোকেট ইব্রাহীম খলিল, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি আব্দুল্লাহ রেজাসহ মহানগরী ও বিভিন্ন থানার নেতারা উপস্থিত ছিলেন।
 
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মু. মোবারক হোসেনের নেতৃত্বে রাজধানীর মিরপুর এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরপুরের কাজিপাড়া থেকে শেওড়ার সামনে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়।

মিছিলটিতে মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য লস্কর মু. তসলিম, দেলায়ার হোসেন, মাহফুজুর রহমান, মজিলসে শুরা সদস্য অধ্যাপক আনোয়ারুল করিম, মোস্তাফিজুর রহমান, সোলাইমান হোসেন, মিজানুল হক, নুরুল ইসলাম আকন্দ, জিয়াউল হাসান, অ্যাডভোকেট জসিম উদ্দিন, মো. নাসির উদ্দিন, মিরপুর পূর্ব থ‍ানা সেক্রেটারি জসিম উদ্দিন, দারুস সালাম থানা সেক্রেটারি আহমদুল্লাহ, ভাসানটেক থানা সেক্রেটারি আলাউদ্দিন মোল্লা, মোহাম্মদপুর থানা সেক্রেটারি ডা. মো. সফিউর রহমান, ছাত্রশিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি তামিম হোসেন, ছাত্র নেতা মুজাহিদ ও আব্দুল আলিম উপস্থিত ছিলেন।
 
সোমবার (৬ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুলাই ০৬,২০১৫
এলকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।