ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে জামায়াতের মিছিল থেকে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
বরিশালে জামায়াতের মিছিল থেকে আটক ১

বরিশাল: বরিশালে জামায়াত-শিবিরের মিছিল থেকে মোস্তাফিজুর রহমানে (২৯) নামে এক কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৬ জুলাই) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিল বের করলে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক ক‍রা হয়।



আটক জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমানে (২৯) নগরীর ৩০নং ওয়ার্ড কাশিপুরের কলাডেমা এলাকার বাসিন্দা ইসকেন্দার আলীর ছেলে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় জামায়াত ও  শিবিরের কর্মীরা মিছিল বের করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় মোস্তাফিজুরকে আটক করা হয়।

আটক কর্মীর বিরুদ্ধে নাশকার অভিযোগে থানায় মামলা রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।