ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু ইসলাম প্রসারে যা করেছেন, তা কেউ করেননি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
বঙ্গবন্ধু ইসলাম প্রসারে যা করেছেন, তা কেউ করেননি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম ধর্ম প্রসারে মাত্র সাড়ে তিন বছরে যা করেছেন, পরবর্তী শাসকেরা তা করতে পারেননি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার (৬ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত 'ইসলাম প্রচার-প্রসারে বঙ্গবন্ধুর ভূমিকা' শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, কারও সঙ্গে অন্যায় করা মানে ইসলাম অমান্য করা। বঙ্গবন্ধু তার জীবনের অধিকাংশ সময়ই কাটিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করে। পাকিস্তানের অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে তেইশ বছর সংগ্রাম করে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরের মধ্যে মাদ্রাসা বোর্ড ও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের জন্য জায়গা বরাদ্দ দেন।

জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল ২০০১ এর নির্বাচনের আগে 'স‍ৎ লোকের শাসন চাই, কুরআনের আইন চাই' বলে ক্ষমতায় যায়। কিন্তু তারা ইসলাম প্রসারে কোনো কাজ করেনি।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, দেশের সাধারণ মুসলমানদের ঈমান আছে। কিন্তু মওদুদীদের ঈমান নেই। জামায়াত আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা এখন কওমি মাদ্রাসা ধ্বংসের পাঁয়তারা করছে।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি গণি মিয়া বাবুলের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মাদ ইসমাইল, মিছবাহুর রহমান চৌধুরী।

দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি ইহসানুল হক।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এইচআর/এএসএস/টিআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।