ঢাকা: দলের সিনিয়র নেতাদের তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
সোমবার (০৬ জুলাই) রাত ৯টা ২৫ মিনিটের দিকে দলীয় সিনিয়র নেতাদের নিয়ে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন।
রাত ১১টা ২৫ মিনিট বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, বৈঠকে রোজা ও ঈদের সময় কেন্দ্রীয় নেতাদের তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
তিনি বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে চেয়ারপার্সন এই নির্দেশনা দিয়েছেন।
এ ছাড়া বৈঠকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, বিচার ব্যবস্থাপনা ও প্রশাসন দলীয়করণ, দেশের ভঙ্গুল অর্থনীতি, বিএনপির তৃণমূল নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নির্যাতনের প্রতিবাদসহ কেন্দ্রীয় নেতাকর্মীসহ আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়েছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাড়াও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, সারোয়ারী রহমান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহম্মেদ আজম, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান,কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন ।
সরকারবিরোধী টানা অবরোধের ইতি টেনে গত ৫ এপ্রিল কার্যালয় ত্যাগের পর নিজের রাজনৈতিক কার্যালয়ে এটাই খালেদা জিয়ার কোনো আনুষ্ঠানিক দলীয় বৈঠক।
বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
একে/এমএ/এবি/জেডএম
** সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে খালেদা