গাজীপুর: দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিচারিক হত্যাকাণ্ডের ‘ষড়যন্ত্র’ এবং শীর্ষ নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও ঈদের আগে তাদের মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখা।
মঙ্গলবার (০৭ জুলাই) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় মিছিল করে মহানগর জামায়াতের নেতাকর্মীরা।
বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবির গাজীপুর মহানগরীর সাংগঠনিক সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, অফিস সম্পাদক ফজলুল হক নোমান, জয়দেবপুর থানা উত্তর জামায়াতের আমির আশরাফ আলী কাজল, মহানগর শিবিরের মানবউন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক আশরাফুল ইসলামসহ জামায়াত-শিবিরের অন্য নেতারা।
সমাবেশে জামায়াত নেতা হোসেন আলী বলেন, সরকার জামায়াতের সেক্রেটারি আলী আহসান মুজাহিদকে ‘সাজানো মামলা’র আসামি বানিয়ে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করছে। এদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না।
যেসব নেতাকর্মী মিথ্যা মামলায় জেলে আছেন তাদের সবাইকে ঈদ-উল ফিতরের আগেই মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।
মহানগর জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
আরএ/জেডএস