ঢাকা: অহেতুক সমালোচনায় মাঠ গরম করলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, সমালোচনা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দাঁড়িয়ে গেছে।
মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। ‘বিএনপি-জামায়াতের অশুভ আঁতাত; গণতান্ত্রিক বিকাশের প্রধান অন্তরায়’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সাম্যবাদী দল।
নাসিম বলেন, বিএনপিকে নসিয়ত করে লাভ নেই। তারা জামায়াতকে ছাড়তে পারবে না।
এ সময় বিএনপির চেয়ারপারসনের সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়া প্রতিদিন ইফতার মাহফিলে গিবত করে চলেছেন। গিবত করে ইফতার করছেন। এটা কোন ধর্মে আছে? উনি বলছেন, তার দলের ১৫ হাজার লোক জেলে আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেছি, এখন জেলের ধারণক্ষমতা কত? তিনি বলেছেন ৩৫ হাজার। তারমধ্যে ১৫ হাজারই বিএনপির, কীভাবে সম্ভব?
নাসিম বলেন, বিএনপি নেত্রী হতাশা থেকে এতো কথা বলে যাচ্ছেন। এতে তার নেতৃত্বের দেউলিয়াপনা প্রকাশিত হয়েছে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে ১৪ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এসইউজে/জেডএস