ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রোজার মাসেও খালেদা মিথ্যাচার করছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
রোজার মাসেও খালেদা মিথ্যাচার করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু / ফাইল ফটো

ঢাকা: রোজার মাসেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

খালদার সাম্প্রতিক বক্তব্য নিয়ে মঙ্গলবার (০৭ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, রোজার মাসে ইফতার সামনে রেখে খালেদা জিয়া যেভাবে মিথ্যাচার করছেন তার সাক্ষী আপনারাও।



‘এ বছরের শুরুতে আন্দোলনকালে বাসে আগুন দিয়েছে, পেট্রোলবোমা মেরেছে পুলিশ’- খালেদা জিয়ার এ বক্তব্য তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, খালেদার এ বক্তব্য কত বড় মিথ্যাচার তার সাক্ষী আপনারা, সমগ্র জনগণ।

তিনি বলেন, খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনের দু’দিন আগে থেকে দেশের জনগণের বিরুদ্ধে বে-রহম আগুনযুদ্ধের সূচনা করেন। আগুনযুদ্ধে ১৫৩ জন নিরপরাধ শিশু-নারী-পুরুষ আগুনে পুড়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনও দেড়শ’র উপরে আহত। এক হাজার যানবাহনে অগ্নিসংযোগ, তিন হাজার যানবাহনে ভাঙচুর চালানো হয়েছে।

আগুন সন্ত্রাসের প্রতিটি ঘটনার সংবাদ প্রচার হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, অনেক ঘটনায় ঘটনাস্থলে জনতা ও আইন প্রয়োগকারী সংস্থার হাতে আক্রমণকারী আগুন সন্ত্রাসীরা আটক হয়েছে। তাদের রাজনৈতিক ও দলীয় পরিচয় প্রকাশিত হয়েছে। আগুন সন্ত্রাসের ৩৮৮ ঘটনা পুলিশ রেকর্ড করেছে। এসব ঘটনায় ৫৭৯ জনের মধ্যে ৩৬৫ জন বিএনপি ও ২০৫ জন জামায়াত-শিবিরের রাজনীতি সংশ্লিষ্ট। ঘটনাস্থলের আটক ব্যক্তিরা ১৬১ বা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

খালেদার আগুন সন্ত্রাসের এসব ঘটনার দায় প্রশাসনের উপর চাপিয়ে দেওয়া গণতন্ত্রের জন্য অশনি সংকেত মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের জন্য কাউকে রেহাই দেওয়া হবে না।    

‘তিনি এসব ঘটনা নিয়ে যতই মিথ্যাচার করুন না কেন, আগুন সন্ত্রাসের দায় থেকে রেহাই পাবেন না। রেহাই দেওয়া মানে গণতন্ত্রের মৃত্যুদণ্ডে দস্তখত করা। তিনি গণতন্ত্রের ওড়না মাথায় নিয়ে আগুন সন্ত্রাসের দায় এড়াতে পারবেন না।

সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।