পাবনা: আদালতের নির্দেশে অবশেষে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনার বেড়া পৌরসভা নির্বাচন। আগামী ২৭ আগস্ট এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (০৭ জুলাই) দুপুর ১টায় এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
পাবনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জুলাই থেকে শুরু করে মনোনয়নপত্র সংগ্রহ শুরু। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ জুলাই, বাছাই ২ আগস্ট ও প্রত্যাহারের শেষ তারিখ ১০ আগস্ট।
সহকারী রিটার্নিং অফিসার ও বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বেড়া পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৭৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২৫৬ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৫০৭ জন।
১৯৮৮ সালের ১৭ এপ্রিল যাত্রা শুরু করা তৃতীয় শ্রেণির বেড়া পৌরসভা ২০০১ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি। ২০০৪ সালের ১৪ এপ্রিল এর মেয়াদ শেষ হয়। কিন্তু সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা থাকায় এতদিন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেন উচ্চ আদালত।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এসআর/