ঢাকা: খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলার সহ-সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলামের স্ত্রী জাহেদা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকবাণীতে সংগঠনের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল বাসিত আজাদ এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল করিম এ শোক প্রকাশ করেন।
শোকবাণীতে নেতারা, মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জাহেদা খাতুন মঙ্গলবার ভোর ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। শায়েস্তাগঞ্জের চরনূর আহমদ বায়তুল আমান জামে মসজিদে মরহুমার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে সংগঠনের প্রচার সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল স্বাক্ষরিত ওই শোকবাণীতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এলকে/আইএ