চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মাধাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহিউদ্দিন ও তার চাচাতো ভাই মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৭ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে মাধাইয়া ইউনিয়নের পৃথক দু'টি স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
মহিউদ্দিন উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুল ছালামের ছেলে। মামুন একই এলাকার জামাল হোসেনের ছেলে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মাধাইয়ার কাশিমপুরে ফেনসিডিল ও ইয়াবার চালান প্রবেশ করছে -এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে চান্দিনা থানা পুলিশ অভিযান চালায়। এ সময় মহিউদ্দিনসহ তার বাহিনী পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় পুলিশ কনস্টেবল তাজুল ইসলাম, সাহাব উদ্দিন ও এনামুল হক আহত হন। খবর পেয়ে চান্দিনা থানার ওসি রসুল আহমদ নিজামী অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বাদী হয়ে মহিউদ্দিনসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজেদুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলার মামলায় মহিউদ্দিন ও তার চাচাতো ভাইকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এমজেড/