ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

তৃণমূলই বিএনপির শক্তির উৎস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
তৃণমূলই বিএনপির শক্তির উৎস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির শক্তির উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নিলে সরকার পতন সময়ের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি।



মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুরে নিজ বাসভবনে সিরাজগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, নেতাকর্মীদের সব দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে গিয়ে খালেদা জিয়ার ডাকে সাড়া দিতে হবে। জেল-জুলুম সাময়িক সমস্যা। ধৈর্য্য ধরে এসব বাধা-বিপত্তি পাড়ি দিতে হবে।
 
তিনি আরো বলেন, বিএনপিকে ভাঙতে বিভিন্ন মহল ষড়যন্ত্র করেছে। তৃণমূল যদি শক্তিশালী হয় তবে কোনো অপশক্তিই বিএনপির ক্ষতি করতে পারবে না।

সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রফিক সরকার, সাবেক পিপি অ্যাড. রেজাউল করিম, অ্যাড. ইন্দ্রজিত কুমার সাহা, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ভিপি শামীম খান, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক মুন্সী আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, সাংগঠনিক সম্পাদক আলামিন খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ ও যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস।

সভা শেষে নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।