ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বাকৃবি ও ময়মনসিংহ ছাত্রলীগের সংঘর্ষে আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
বাকৃবি ও ময়মনসিংহ ছাত্রলীগের সংঘর্ষে আহত ৬

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ও সাংগঠনিক সম্পাদক মাহির শাহরিয়ারসহ উভয় পক্ষের কমপক্ষে ছয়জন নেতাকর্মী আহত হন।



এসময় দু’পক্ষই বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।

মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও জেলা ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল।

পূর্ব এ বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যার পর বাবু বিশ্ববিদ্যালয় এলাকায় এক বন্ধুর বাসা থেকে ইফতার করে ফেরার পথে জসিম গ্রুপের নেতাকর্মীরা তাকে আটকে মারপিট করে। এসময় বাবুর মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে তারা।  

পরবর্তীতে এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল গ্রুপের নেতাকর্মীরা একত্রিত হয়ে জসিম গ্রুপের নেতাকর্মীদের পাল্টা ধাওয়া করে। পরবর্তীতে দু’পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু বলেন, জসিম গ্রুপের নেতাকর্মীরা হামলা করে আমার মোটরসাইকেল ভাংচুর করেছে। এছাড়া আমার সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ও সাংগঠনিক সম্পাদক মাহিরকে কুপিয়ে আঙ্গুল কেটে জখম করেছে।

তিনি অভিযোগ করেন, পরে তাদের পকেটে অস্ত্র ঢুকিয়ে পুলিশে ধরিয়ে দেয় জসিম গ্রুপের নেতাকর্মীরা।

এসব অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন বলেন, বাবু পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছেন। বাকৃবি ছাত্রলীগ অস্ত্রের মহড়া দেওয়ার সময় স্থানীয় কেওয়াটখালী এলাকাবাসী চারজনকে গণধোলাই দিয়ে অস্ত্রসহ পুলিশের কাছে সোপর্দ করেছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, স্থানীয় এলাকাবাসী বাকৃবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুলসহ তিনজনকে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা যাছাই-বাছাই করে দেখছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।