ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

মহেন্দ্রনগরের হরতাল প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
মহেন্দ্রনগরের হরতাল প্রত্যাহার

লালমনিরহাট: লালমনিরহাটে যুবলীগ কর্মী বুলেটের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ডাকা বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) রাত ৯টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান নিহতের পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এ হরতাল প্রত্যাহার করেন।



নিহতের পরিবার জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাতে নিহতের পরিবার ও স্থানীয়দের নিয়ে মহেন্দ্রনগর ভুমি অফিস মাঠে আলোচনা করেন। এসময় আসামিদের আগামী সাত দিনের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী হরতাল প্রত্যাহার করে নেয়।

নিহত সদর উপজেলা যুবলীগ কর্মী ও মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ফখরুল ইসলাম বুলেটের স্ত্রী ঝুমা বেগম বলেন, সাত দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আবারও হরতাল পালনের কর্মসূচি দেওয়া হবে।

এর আগে, মঙ্গলবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে বুধবার অর্ধদিবস হরতাল ঘোষণা করেন স্থানীয় আওয়ামী লীগ, এলাকাবাসী ও নিহতের পরিবার।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।