রিয়াদ: সবকিছু চূড়ান্ত হওয়ার পর হঠাৎ করেই সৌদি আরব সফর বাতিল করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের ভিসা, বিমান টিকিট এবং মক্কা-মদিনায় হোটেল বুকিংসহ যাবতীয় প্রস্তুতির শেষ পর্যায়ে, হঠাৎ করেই খালেদার সৌদি আরব সফর বাতিলে প্রবাসী নেতাদের মাঝে হতাশার ছাপ দেখা গেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক মদিনা বিএনপি’র এক নেতা জানান, সবকিছু চূড়ান্ত হওয়ার পর খালেদা জিয়া সৌদি আরব সফরে আসার একদিন আগে তার ব্যক্তিগত সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের চেষ্টা করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর খালেদা তার আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন।
ওই বৈঠকের পরই মূলত খালেদা জিয়ার সৌদি আরব সফর বাতিল করা হয়েছে বলেও জানায় সূত্রটি।
তবে ঢাকার সূত্র জানায়, খালেদার যাওয়া-না যাওয়ার বিষয়টি বুধবার (০৮ জুলাই) সকাল ১১টার দিকে নিশ্চিত হওয়া যাবে। মঙ্গলবার (০৭ জুলাই) রাত ১২টা পর্যন্ত তার সৌদি আরব সফর নিশ্চিত ছিল।
বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসএস