ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ফালুর জামিন

ব্যারিস্টার রফিকুলসহ ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
ব্যারিস্টার রফিকুলসহ ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মোসাদ্দেক আলী ফালু

ঢাকা: রাজধানীর মিরপুর থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০৮ জুলাই) মোসাদ্দেক আলী ফালু ঢাকার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালে আত্মসমর্পন করে জামিন চান।

শুনানি শেষে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা এ জামিন মঞ্জুর করেন।

এদিকে, এ মামলায় ফাল‍ু ও পাপিয়া জামিনে আছেন। রিজভীসহ দুইজন কারাগারে আছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ বাকি ২৮ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

গত ২২ এপ্রিল দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ফালুসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ও সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব ও শিবির নেতা মো. মোস্তাফিজুর রহমান।

চলতি বছরের ২৮ জানুয়ারি রাত পৌনে দশটায় মিরপুরের ২ নং সেকশনের জনসেবা প্রকল্প অফিসের সামনের রাস্তায় যানবাহনের যাত্রীদের হত্যার উদ্দেশ্যে ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে ও ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।
 
এ ঘটনায় এএসআই খন্দকার রাজীব আহম্মেদ মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।