ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

পাতা ফুরিয়ে পাসপোর্ট পাচ্ছেন না নজরুল ইসলাম খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
পাতা ফুরিয়ে পাসপোর্ট পাচ্ছেন না নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান

ঢাকা: পাসপোর্টের পাতা ফুরিয়ে গেলে এক বছরেরও বেশি সময় ধরে নতুন পাসপোর্ট পাচ্ছেন না বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পাসপোর্টের মেয়াদ থাকার পরেও তা না পাওয়ায় ব্যক্তিগত চিকিৎসা বা অন্যান্য কাজে বিদেশ যাত্রা করতে পারছেন না এই বিএনপি নেতা।



বাংলানিউজকে তিনি বলেন, ২০১৬ পর্যন্ত মেয়াদ থাকলেও পাতা ফুরিয়ে যাওয়ায় ২০১৪ সালের জুনে এই আবেদন করেন। মাত্র তিন দিনের মধ্যে পাসপোর্ট দেওয়া হবে বলে জানানো হলেও এক বছরেও তা পাওয়া যায়নি।  

নজরুল ইসলাম খান জানান, এরই মধ্যে তার একটি সার্জারি হয়েছে, ডায়াবেটিকের রোগী হওয়ায় তার ঘা শুকোতে দেরি লাগছে, এছাড়াও রয়েছে ব্যাকপেইনসহ বিভিন্ন সমস্যা। এ অবস্থায় ‍উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়া প্রয়োজন কিন্তু যেতে পারছেন না।

পাসপোর্ট দফতর থেকে জানানো হচ্ছে, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আটকে রয়েছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ এ নিয়ে স্পষ্ট কিছু জানাচ্ছে না, অভিযোগ নজরুল ইসলাম খানের।

রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ট্রেড ইউনিয়ন নেতা নজরুল ইসলাম খান। আইএলও, আইটিইউসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের সঙ্গে রয়েছে তার সম্পৃক্ততা।

তিনি বলেন, ট্রেড ইউনিয়নের কাজে প্রায়শঃই দেশের বাইরে যাওয়া প্রয়োজন হয়, কিন্তু পাসপোর্ট আটকে থাকায় তা সম্ভব হচ্ছে না। এছাড়াও চলতি বছরে ওমরাহ পালনে সৌদি আরবও যেতে চেয়েছিলেন তিনি।

সরকার আমাকে নাও করে দিচ্ছে না, আবার দিচ্ছেও না, ফলে দোলাচলে রয়েছি, বলেন নজরুল ইসলাম খান।

অবশ্য পুরোনো পাসপোর্টে তুরস্ক, তিউনিসিয়া ও থাইল্যান্ডের ভিসা রয়েছে  বলে জানান তিনি।

বাংলাদেশ সময় ১২২০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।