ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সঙ্কট উত্তরণে তরুণদের দায়িত্ব নেয়ার আহ্বান নজরুলের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
সঙ্কট উত্তরণে তরুণদের দায়িত্ব নেয়ার আহ্বান নজরুলের নজরুল ইসলাম খান

ঢাকা: দেশ সঙ্কটের দিকে যাচ্ছে উল্লেখ করে সেই সঙ্কট থেকে উত্তরণে দায়িত্ব নিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

দেশ যেদিকে যাচ্ছে তাতে লক্ষণ ভালো না উল্লেখ করে তিনি বলেন, এই আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে স্বাধীনতার পর ক্ষমতায় আসলেও বাকশাল গঠন করে।

সেই বাকশাল থেকে গণতন্ত্রে উত্তরণে জিয়াউর রহমানই ভূমিকা রেখেছিলো। কিন্তু সেই সময়ের বাকশাল ছিলো ঘোষিত এখনকার বাকশাল হচ্ছে অঘোষিত।

নজরুল ইসলাম খান বলেন, তারা (আওয়ামী লীগ) মুখে গণতন্ত্রের কথা বলছে, কিন্তু ৫ জানুয়ারি তারা মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার হরণ করেছে।

বুধবার প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘পলিটিক্যাল ক্রাইসিস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি বইয়ের প্রকাশনা উৎসবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

সেন্টার ফর ন্যাশনাল স্টাডিজ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান এই বইটির প্রকাশক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম, সাংবাদিক শফিক রেহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার, মেজর (অব.) শাফায়াত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।