ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

দলের নেতাদের আটকে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
দলের নেতাদের আটকে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

ঢাকা: রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার জাহিদকে গ্রেফতার এবং সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মুহাম্মদ আলীকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৮ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।



বিবৃতিতে তিনি বলেন,‘রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার জাহিদকে ৭ জুলাই পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো এবং সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মুহাম্মদ আলীকে ৭ জুলাই রাতে আটক করে থানায় নিয়ে যাওয়ার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ’

এ ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্র নগ্নভাবে প্রকাশিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিবৃতিতে তিনি আনোয়ার জাহিদ ও মুহাম্মদ আলীসহ জামায়াতের সব নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ০৮,২০১৫
এলকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।