ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপিতে জিয়ার আদর্শচ্যুত এরা কারা?

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
বিএনপিতে জিয়ার আদর্শচ্যুত এরা কারা?

ঢাকা: বিএনপিতে অশ্লীলতায় মত্ত হয়ে থাকা এরা কারা? এরা কেমন কর্মী যারা কথায় কথায় একে ওকে মেরে ফেলার হুমকি দিচ্ছে? বিএনপির পক্ষ‍াবলম্বনকে নিরপেক্ষতা বলার শিক্ষা ওরা পেলো কোথায়? কেউ খালেদা জিয়ার সমালোচনা করলে তাকে নাস্তিক বলার ফতোয়াবাজি কে শেখালো তাদের?

** বদলে যাচ্ছে বিএনপি, বাদ পড়ছেন খালেদা-তারেক

এমন নেতিবাচক রাজনীতি চর্চার পরিণতি কি আদৌ শুভ হওয়া সম্ভব?

গত সোমবার বাংলানিউজে ‘বদলে যাচ্ছে বিএনপি, বাদ পড়ছেন খালেদা-তারেক’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশের পর বেপরোয়া হয়ে উঠেছে দলটির কিছু উগ্র কর্মী। ধরাকে সরা জ্ঞান করে তারা এরই মধ্যে বেশ কয়েক দফা হত্যার হুমকি দিয়েছে সংশ্লিষ্ট প্রতিবেদককে (নমুনা হিসেবে জনৈক হুমকিদাতার একটি মোবাইল নাম্বার: ০১৮৩৫ ৮৬২৪৭৩)।

বাংলানিউজ অফিসে ফোন করে হুমকির মহড়া তো এখনো চলছেই।

ফেসবুকেও গালির তুবড়ি ছোটাচ্ছেন খালেদা জিয়ার অনুসারিরা। এমনকি কেউ কেউ পেট্রোল বোমায় অফিস জ্বালিয়ে দেওয়ার হুমকিও দিচ্ছেন।

এসব কিসের আলামত? সংবিধানে দেওয়া মত প্রকাশের স্বাধীনতা কেনো রুদ্ধ করে দিতে চাইছে তারা? এটা তাদের কেমন গণতান্ত্রিক চেতনা? যে জিয়া তার বিরুদ্ধচারণকারীদের বুকে টেনে নেওয়ার অসংখ্য নজির গড়েছেন, এরা কি তার অনুসারি?

রাজনৈতিক পরিমণ্ডলের আলোচনা আর বিভিন্ন এজেন্সির খবর বিশ্লেষণ ছাড়াও গ্রামগঞ্জের জটলা থেকে শুরু করে শহুরে আড্ডার আলোচনায় আঁ‍ড়িপেতে শোনা তথ্য খবর আকারে পরিবেশন কি তাহলে অপরাধ? বিএনপি কি তাহলে সব সমালোচনার ঊর্ধ্বে?

সুস্থ সংবাদ চর্চায় বাগড়া দিয়ে নির্বিচারে যারা হুমকি-ধমকি-ফতোয়া দিচ্ছে কারা তারা? জিয়াউর রহমান ও বিএনপির মান-সস্মান ধুলোয় ল‍ুটিয়ে দেওয়ার অধিকার কে দিলো তাদের? 

কেনো খালেদা জিয়া নিজেই তার বিরোধিতাকারীদের ওপর চড়াও হওয়ার জন্য উস্কে দিচ্ছেন এসব মাথামোটা কর্মীদের?

এমন অনেক প্রশ্নের উত্তরই হয়তো এখনই মিলবে না, তবে খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বললেই তাকে নাস্তিক বলা যে ধর্মের ন্যক্কারজনক ঠিকাদারির নামান্তর তা বুঝতে পারা মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়।

গত দু’তিন দিন ধরে বাংলানিউজের ফেসবুক পাতায় করা মন্তব্য বিশ্লেষণ করে দেখা গেছে, ‍‌উগ্রভাবে খালেদা জিয়ার পক্ষাবলম্বনকারীদের বক্তব্য অধিকাংশই ছাপার অযোগ্য। কোনো কোনোটাতে আছে মেরে ফেল‍ার সরাসরি হুমকি। কোনো কোনোটাতে তো মা-বোন নিয়েও গালির তুবড়ি। তাদের ভাষা আর বানান জ্ঞানও হাস্যকর। এগুলোর অধিকাংশকেই জামায়াত কর্মীদের আচরণের কার্বন কবি বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট সব মন্তব্যকারী আর হুমকিদাত‍াদের  মনিটর করা হচ্ছে। যথাসময়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকের বোঝার সুবিধার জন্য (চরম আপত্তিকর শব্দ বাদ দিয়ে ভুল বানান ও ফেসবুক নামসহ) কিছু আপত্তিকর মন্তব্যের সংক্ষেপিত রূপ তুলে ধরা হলো।

Ma Hanann নামে একজন ফতোয়াবাজ লিখেছেন. নাস্তিক সাংবাদিকতা চেয়ে দিয়ে খালেদা ও তারেকের সাথে আয়?

Mustafa Kamal নামে আর এক ফতোয়াবাজের বক্তব্য, তৃণমুলের নাম করে নাস্তিকরা নিজেদের কুমতলব নিউজ আকারে প্রচার করছে।

Md Foyez King নামে একজন হত্যার হুমকি দিয়ে লিখেছেন, শালারে গুলি করে মারার দরকার এই দরনের পালতু খবর লেখার জন্য।

শারীরিক সহিংসতার হুমকি দিয়ে Roky Wasim নামে একজন লিখেছেন, এই সাংবাদিকে বাম পায়ের লাথি মারবো কে কে রাজি আছেন।

সাইলেন্ট কিলার রিপোটারের মায়রে বাপ খানকির পোলা উল্টাপাল্টা নিউজ করবিনা কইয়া দিলাম। ।

আর সাথে এটাও বলি দেশনেত্রী খালেদা জিয়া & তারুনের প্রতিক তারেক রহমান ছাড়া যে বান্দির পুতেরা এই সপ্ন দেখো সব কয়টারে জুতা দিয়া পিটামু।

মানিক হায়দার নামে একজন লিখেছেন, এই মুহুর্তে অনলাইন হতে নিউজটা সরিয়ে ফেলুন,,নইলে তোমাদের মা বোন কে কত্ত লোকে যে বিয়ে করতে চাইবে,,তোমাদের আবার মায়ের পেটে পাটিয়ে দিবে ... শুয়রের বাচ্চা সাংঘাতিক! বা...সাংবাদীক!!

Himu Ahammed নামে একজন লিখেছেন, এই সালা ... পুলা রিপোর্টারর হলো একটা দালাল, বাইন...!

Md Anamul Haque BANGLANEWS24.COM  নামে একজন তার অশ্লীল মন্তব্যে লিখেছেন, সালা সাংবাদিক তোর ফোন দে। তোর বাসায় গিয়ে তোর বউকে ঘোড়া দিয়ে ...।

Raju Oyshi নামে একজন লিখেছেন, যে লিখছে তার বোন কে দিয়ে দাও দালাল কোথাকার।

Nazrul Islam Rubel নামে আর একজনের মন্তব্য, মাদার... উপর কইরা ... মারা উচিত। খালেদা ও তারেক ছাড়া জাতীয়তাবাদ এর কোন ভিিও আছে বাংলার মাটিতে।

যদিও বিএনপির কোনো কর্মী বিএনপির ভেতরের ষড়যন্ত্রকে স্বীকার করে নিয়েছেন। গঠনমূলক মন্তব্যও করেছেন কোনে কোনো খালেদা ভক্ত।

এই যেমন, M Alfaz Uddin নামে একজন লিখেছেন, বিএনপি ভাঙ্গার ষরযন্ত্র ভিতরে ভিতরে ঠিকই হচ্ছে। কিন্তু বিএনপি নেতাদের অবস্যই মনে রাখতে হবে খালেদা বা তারেক যত খারাপই হোক তাদের ছাড়া বিএনপির অন্য নেতা যত বড় বাঘই হোকনা কেন দেশের অতি সাধারন মানুষ সে খবর খুব কমই রাখে, সুতরাং তাদের বাদ দিলে জনগন বিএনপিকে আর চাইবে না।

আবার কেউ কেউ বাংলানিউজের ওই নিউজের সঙ্গে সংহতি প্রকাশ করে বাস্তবতার আলোকে বক্তব্য দিয়েছেন।

Joynal Abedin নামে একজন লিখেছেন, এদের বাদ দেওয়া উচিৎ। এদের দুর্নীতি সম্পর্কে বাংলাদেশের সব মানুষ ই ভাল ভাবে জানে এখন। এরাই এ দলকে নষ্ট করেছে। যার মেকাপ করতে অনেক সময় লাগে, যে ভাল করে বাংলা রিডিং পড়তে পারে না সে কি দল চালাবে আর।

Russell Sanowar নামে একজন লিখেছেন, রাজননৈতিক অঙ্গনে সুবাতাসের ইঙ্গিত মনে করি! তবে দেশবাসীকে সচেতনভাবে পরীক্ষা করে নিতে হবে যে এটা কি সত্যিই দলের সংস্কারার্থে নাকি তারেক খালেদাকে সুরক্ষা দিতে এটাও একটা আপদকালীন জঙ্গী কৌশল?

অদিত্য মেসকাত লিখেছেন, শুনে খুশি হলাম, রাজনীতির বাঘিনির হাত থেকে মুক্তি পাবে দেশ।

Abdul Hamid Joy নামে আর একজন লিখেছেন, স্বাগতম জানাই তাদেরকে যারা এই চুরদের দল থেকে বাদ দিয়া বিএনপি পুণ ঘটন করতে চান তাদেরকে সুস্বাগতম।

Sabur Khan লিখেছেন, আমি একমত, এই গণ্ডমুর্খ দুইটারে দিয়ে একটা দল চলতে পারেনা॥

Mehir Mondal লিখেছেন, বিএনপি পারবে নিজেকে বদলাতে? আদৌ কি এটা সম্ভব হবে? সব দলের নেতা কর্মীদের ভাবনা এমন হলে তো আমাদের দেশটা পাল্টে যেত। সত্যিই সোনার বাংলা হত। কিন্ত তা কি কোনদিনই সম্ভব? হয়ত একদিন আসবে পরিবর্তন...

Rafiq Akon লিখেছেন, এতো দিন পরে হলেও নেতারা বুজবার পারছে। আশা করি এতে দলের ভাল হবে, কারন দুরনিতি তে দল ভরে গেছে।

আবার Arun Ghosh নামে একজন জোবায়দা রহমানকে নেতা বানানোর পরামর্শ দিয়ে লিখেছেন, তারেক ও খালেদা কে বাদ দিয়ে ডা: যোবায়েদা কে দলের নেতা বানানোর দরকার কারন শিক্ষকীত নেতা ছারা দেশে র ভাল হয় না তারেক ভাষা নেতার মতো নয়। যে কোন বি এন পি র নেতা এটা মানবেন।

Akthar Ujjman Babu  আর একজন লিখেছেন, মানুষের শরিরে কেনসার হলে অপারেশন করে বাদ দেওয়া বাচানোর জননো মা ও ছেলে কে বাদ দেওয়া হচছে বি এন পি বাচানোর জননো।

আবার ফেসবুকে যারা গালিগালাজ করছেন তাদের পরামর্শ দিয়ে RaNa Hasibur Rahman একজন লিখেছেন, *গালি হচ্ছে টেনিস বলের মতো। যতই ছুড়ি নিজের দিকেই ফিরে আসে। * কমেন্টে এক ভাই গালি দেয়. অন্যরা তাকে উল্টে গালি দেয়। আবার সে কাউন্টার এ্যাটাক করে। *কি দরকার গালাগাল করে নিজেদের পিতা-মাতার প্রকৃত পরিচয় তুলে ধরার*

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।