ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘মিথ্যার ওপর আ’লীগ ক্ষমতায় টিকতে পারবে না’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
‘মিথ্যার ওপর আ’লীগ ক্ষমতায় টিকতে পারবে না’ ছবি : সংগৃহীত

ঢাকা: জুলুম করে এবং মিথ্যার ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমির ড. মুহাম্মদ রেজাউল করিম।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক নেতাদের সম্মানে রমনা থানা জামায়াত আয়োজিত ইফতার ও শিক্ষা বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।



ড. মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এবং থানা জামায়াতের সেক্রেটারি  জিল্লুর রহমানের পরিচালনায় সভায় বক্তৃতা করেন থানা জামায়াতের নায়েবে আমির ড. আহসান হাবিব, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, সাবেক ছাত্রনেতা মনির উদ্দিন মনি প্রমুখ।

জামায়াতের এ নেতা অভিযোগ করে বলেণ, শুধু পুঁজিবাজার ও ব্যাংক লুটপাট করে আওয়ামী লীগ ক্ষ্যান্ত হচ্ছে না, সম্প্রতি তারা দেশের কয়েকটি স্থানে এতিমখানাও দখল করেছে। জনতার আন্দোলনের মুখে তারা নিজেদের গোটাতে বাধ্য হবে।

তিনি বলেন, দেশের ইসলামপ্রিয় মানুষের বিশ্বাসের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য তাদের ইসলামবিরোধী চিন্তারই বহিঃপ্রকাশ।

সন্ধ্যায় থানা কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।