ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ইসলামে সন্ত্রাসের স্থান নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
ইসলামে সন্ত্রাসের স্থান নেই ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মে সন্ত্রাসের কোনো স্থান নেই বলে মন্তব্য করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, পৃথিবীর সর্বশেষ ধর্ম ইসলাম। ইসলাম হচ্ছে সবচেয়ে আধুনিক ধর্ম।

এই ধর্মে সন্ত্রাসের কোনো স্থান নেই।
 
বুধবার (০৮ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হল চত্ত্বরে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) আয়োজিত ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন। রাজনীতিবিদ, কূটনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও ওলামা মাশায়েখদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
 
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ইসলামে মারামারি কাটাকাটি কিছুই নাই। কিন্তু কিছুদিন আগে দেখেছি, কিছু পথভ্রষ্ট লোক ইসলামের নামে মানুষ হত্যা করেছেন। ৯২ দিন পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছেন। তারা অর্থনীতিকে শ্লথ করার চেষ্টা করেছে। তাদের ধ্বংসযজ্ঞ না হলে প্রবৃদ্ধিতে আমরা ৭ শতাংশের ওপরে যেতে পারতাম।
 
তিনি বলেন, বাংলাদেশ সন্ত্রাসমুক্ত দেশ। উপমহাদেশে বাংলাদেশ সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। দেশ এগিয়ে যাচ্ছে। আগামী ৩ বছরের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
 
সভাপতির বক্তব্যে বিটিএফের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারি বলেন, বিএনপি নেত্রী হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়ে আবারো জঙ্গিবাদী কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন। তার এই চক্রান্ত প্রতিহত করতে তরিকত ফেডারেশনের নেতাকর্মীরা জীবন দিতে প্রস্তুত রয়েছেন। পরে চেয়ারম্যান এ মর্মে শপথ পাঠ করান উপস্থিত তরিকতের কর্মী-সমর্থকদের।

তিনি বলেন, এবার  আঘাত এলে পাল্টা আঘাত করা হবে। এবার কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
 
কর্মী-সমর্থকদের শপথ পাঠ করিয়ে নজিবুল বশর মাইজভাণ্ডারি বলেন, আমরা ওয়াদা করছি, আমাদের জীবন দিযে হলেও এই দেশের মুক্তিযুদ্ধের চেতনাসহ আল্লাহর ওলিদের ইজ্জত রক্ষার্থে জীবন দিতে প্রস্তুত আছি।
 
সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু আওয়ামী লীগের পক্ষ থেকে ইফতার মাহফিলে একাত্মতা প্রকাশ করেন। তিনি জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে সকল দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।  
 
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, তরিকত ফেডারেশনের চেতনা মু্ক্তিযুদ্ধের চেতনা। এ চেতনার মধ্য দিয়ে দলটি এগিয়ে চলছে।
 
তিনি বলেন, শোষন-অনাচারমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই শোষনমুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ভেতর নানা অনাচার-অবিচার চলছে। সেটা থেকে বের হতে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএনএফ প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য নাজমুল হক প্রধান, সাম্যবাদী দলের সভাপতি সাবেক মন্ত্রী দীলিপ বড়ুয়া, বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, বিটিএফের মহাসচিব এ এম আউয়াল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।