ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে জাপার ইফতারে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
সিলেটে জাপার ইফতারে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেটে: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিলেটে জাতীয় পার্টির (জাপা) দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ৮/১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সার্কিট হাউজে ব্যাপক ভাঙচুর করা হয়।

জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ ইফতারে উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি অাবদুল্লাহ সিদ্দিকী ও সিলেট-২ আসনের জাপার সংসদ সদস্য (এমপি) ইয়াহিয়া চৌধুরী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সিলেট কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার ফয়েজ উদ্দিন ফয়েজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের পর জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু  সার্কিট হাউসে অবস্থান নেন। ‍তার সঙ্গে সার্কিট হাউসে নেতাকর্মীসহ আসেন জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি আবদুল্লাহ সিদ্দিকী।

এ সময় সিলেট-২ আসনের জাপার সংসদ সদস্য ইয়াহ ইয়া চৌধুরী এহিয়া গ্রুপের নেতাকর্মীরা আব্দুল্লাহ সিদ্দিকী গ্রুপের ওপর হামলা চালায়। তারা সার্কিট হাউসের দরজা জানালার গ্লাস ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। হামলার ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিকী গ্রুপের ৮/১০ জন নেতাকর্মী আহত হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে আব্দুল্লাহ সিদ্দিকী বাংলানিউজকে বলেন, উপজেলা পর্যায়ের কিছু নেতাকর্মী মহাসচিবের সাথে দেখা করে যাওয়ার জন্য সার্কিট হাউসে যায়। এ সময় সংসদ সদস্য ইয়াহ ইয়া গ্রুপের নেতাকর্মীরা হামলা চালায়।

সংসদ সদস্য ইয়াহ ইয়া চৌধুরী এহিয়া বাংলানিউজকে বলেন, মহাসচিবের সাথে দেখা করতে শ’খানেক নেতাকর্মীসহ তিনি সার্কিট হাউসের সামনে অবস্থান করেন।

এ সময় জানতে পারি সার্কিট হাউসে ঢোকায় রকিবুল আলম লালু নামে আমার এক কর্মীকে মারধর করে প্রতিপক্ষ গ্রুপের বাসির, এপ্লো, জুবেরসহ নেতাকর্মীরা।

তিনি বলেন, ঘটনাটি শুনার পর সঙ্গীয় নেতাকমীরা সার্কিট হাউসে থাকা নেতাকর্মীদের ধাওয়া করলে জাপার বিভাগীয় সমন্বয়কারী এটিইউ তাজ রহমানের গানম্যানরা ১৫/১৬ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে।

এতে গুলিবিদ্ধসহ তার গ্রুপের ৮/১০ জন নেতাকর্মী আহত হয়। বিষয়টি তিনি পুলিশের ঊর্ধ্বতন সবাইকে জানানো হয়েছে।

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় পথচারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, পলাশ ঘোষ, আসাদুল ইসলাম লাভলু, ফয়জুর রহমান, নাজমুল ইসলাম, বশির আহমেদ, ইমরান আহমেদ, হেলাল, মেহেদী ও মঈন উদ্দিন।


বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫/আপডেট: ২২২০ ঘণ্টা
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।