ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে জাসাস’র ইফতার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
নয়াপল্টনে জাসাস’র ইফতার

ঢাকা: বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানার উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় এ ইফতারের আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার। সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আক্তার হোসেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, সিনিয়র সহ-সভাপতি কে এস হোসেন টমাস, সহ-সভাপতি আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক নাসিমুল গণি খান, আতোয়ার হোসেন আতা, নাজমুল হোসেন রনি, সালাহউদ্দিন ইমন এবং জাসাস নেতা আলমগীর তালুকদার রুবেল, এস এম শওকত হোসেন, মিজানুর রহমান, মো. ওলি খান, আসিক এলাহী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।