ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: বিএনপিকে দুর্বল করতে একটি কুচক্রিমহল দলের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুরের নিজ বাসভবনে উপজেলা পর্যায়ের সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে নেতাকর্মীদের মধ্যে নানা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এজন্য সবাইকেই সতর্ক থাকতে হবে।

সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে তৃণমুল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠন শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, সংগঠন শক্তিশালী হলে সরকার পতনের আন্দোলন-সংগ্রামে অবশ্যই বিজয় হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার উপরে উপরে বড় বড় কথা বললেও ভেতর ভেতর নানামুখীচাপে রয়েছে। অচিরেই মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক মুন্সী কামাল উদ্দিন, সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি শামীম খান, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল, চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সদর থানা বিএনপির সম্পাদক শ্রী অমরকৃষ্ণ দাস, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সম্পাদক মুন্সী আলম, সলঙ্গা থানার বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ শাহিন, উল্লাপাড়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আজাদ রহমান, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, সাংগঠনিক সম্পাদক আলামিন খান, ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।

মতবিনিময় সভায় নেতাদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।