ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

লুটপাটের নতুন পদ্ধতি চালু করেছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
লুটপাটের নতুন পদ্ধতি চালু করেছে সরকার খন্দকার মাহবুব হোসেন

ঢাকা: এলাকার উন্নয়নের নামে সংসদ সদস্যদের (এমপি) ২০ কোটি টাকা করে বরাদ্দ দিয়ে সরকার লুটপাটের নতুন পদ্ধতি চালু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

বুধবার (০৮ জুলাই) সন্ধ্যায় নয়াপল্টনের একটি রেস্তোরাঁয় ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট: জাতীয় নেতাদের মুক্তি‘ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।



বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, দেশে আইনের শাসন বলতে কিছু নেই। জনগণ এখন এক ‘অদ্ভুত’ সরকারের শাসনামলে কঠিন জীবন-যাপন করছে। আর সরকার বলছে দেশ উন্নতির শিখরে পৌঁছে গেছে।

‘কিন্তু উন্নতি হয়েছে বর্তমান সরকারের এমপি-মন্ত্রীদের। বর্তমান সংসদের প্রতিটি সংসদ সদস্যকে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়ে লুটপাটের নতুন পদ্ধতি চালু করেছে সরকার। ’

ঈদের পর পেশাজীবীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।

খন্দকার মাহবুব বলেন, ওই আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান সরকারের পতন নিশ্চিত হবে।

সময় থাকতে দ্রুত সব দলের অংশগ্রহণে মধ্যবর্তী নির্বাচন দিয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।  

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজ উদ্দীন আহমেদ বলেন, বর্তমান সংসদে ১৫৩জন সংসদ সদস্য বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন। তাদের এ নিয়ে আন্দোলন করা উচিত। তাদের নূন্যতম বোধ থাকলে, বলতেন- ভোটের মাধ্যমে সংসদে যেতে চাই।

সংগঠনের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি নেতা গৌতম চক্রবর্তী, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, এবিএম মোশাররফ হোসেন, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এফবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।