ঢাকা: আব্দুল গাফফার চৌধুরীকে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা।
বুধবার (০৮ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের মজলিস মিলনায়তনে ইফতার মাহফিলে তারা এ মন্তব্য করেন।
রাতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম সাইদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের জীবনকর্ম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, আব্দুল লতিফ সিদ্দিকী ও আব্দুল গাফফার চৌধুরীর মতো আর যেনো মুরতাদ সৃষ্টি না হয় সেজন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বক্তারা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলেচনা করেন।
ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসরবে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।
প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এছাড়াও যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ঢাকা মহানগর সভাপতি এনামুল হক নূরসসহ ছাত্র মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এলকে/এসআর