ঢাকা: দেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পের পথিকৃৎ, প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (০৮ জুলাই) রাতে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক শোক বার্তার মাধ্যমে শোক প্রকাশ করেন বিএনপি প্রধান।
শোক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, সামরিক বাহিনীতে চাকরিকালীন পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠায় আমজাদ চৌধুরীর সুনাম ছিল। অবসর নিয়ে শিল্প ও ব্যবসা সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার প্রতিষ্ঠিত শিল্প-কলকারখানা বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের বেসরকারি খাতের ভিত্তি এখন যে জায়গায় উপনীত হয়েছে এজন্য আমজাদ চৌধুরীর ভূমিকা জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তিনি আমজাদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এসআর