ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেট মহানগর বিএনপির ইফতার রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
সিলেট মহানগর বিএনপির ইফতার রোববার

সিলেট: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আগামী ২৪ রমজান রোববার (১২ জুলাই) ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ওইদিন নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।



এতে অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবীন চৌধুরী বীর বিক্রম ছাড়াও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

বুধবার (০৮ জুলাই) বিকেলে নগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল সফলের লক্ষে নগর বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগরের আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

সভা থেকে ইফতার মাহফিল সফল করতে মহানগর বিএনপির সব সদস্য, ২৭ ওয়ার্ড নেতৃবৃন্দ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এএএন/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।