ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

গয়েশ্বর-রিজভীর জামিন বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
গয়েশ্বর-রিজভীর জামিন বহাল রুহুল কবির রিজভী ও গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর মধ্যে শাহবাগ থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় গয়েশ্বর এবং বিভিন্ন থানার চার মামলায় রিজভীর জামিন বহাল রাখা হয়েছে।



বৃহস্পতিবার (০৯ জুলাই) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও গয়েশ্বর-রিজভীর পক্ষে তাদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন।

গত ৭ মে শাহবাগ থানায় করা ভাংচুরের এক মামলায় গয়েশ্বরকে জামিন দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ। পরে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন জানালে শুননির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত বছরের ২৪ ডিসেম্বর দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজার থেকে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়। এ সংঘর্ষের মধ্যে ঢাকা মেডিকেলের সামনে হামলার শিকার হন নেত্রকোনার সাংসদ ছবি বিশ্বাস। হামলাকারীরা তার গাড়ি পুড়িয়ে দেয় এবং তাকে আহত করে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলাটি করে পুলিশ।

গত ২০ এপ্রিল রামপুরা থানার একটি হত্যা মামলায় আত্মসমর্পণ করলে জামিনের আবেদন নামঞ্জুর করে গয়েশ্বরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন নিম্ন আদালত।

অন্যদিকে গত ০২ জুলাই রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় দায়ের করা নাশকতার চারটি মামলায় রিজভীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। ০৬ জুলাই ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। সেদিনই এ আবেদনটির শুননির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত ৩১ জানুয়ারি গ্রেফতার হওয়ার পর থেকে রিজভী কারাবন্দি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।