ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব কাজী জাফর আহমদ

ঢাকা: সরকারের ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় ইতিমধ্যে শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর  আহমদ।

বুধবার (০৮ জুলাই) জাতীয় পার্টির গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ছাত্রসমাজ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করনে।



বৃহস্পতিবার (০৯ জুলাই) চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা সাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

কাজী জাফর বলেন,  ডিজিটাল শিক্ষা ব্যবস্থার নামে সরকার যে শিক্ষা পদ্ধতি গ্রহণ করেছে তার বিরূপ প্রভাব ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে পড়েছে, যার ফলশ্রুতিতে এবার  এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া হাজার হাজার শিক্ষার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেনি।  

তিনি বলেন, সরকারের সর্বত্র আজ সমন্বয়হীনতা আর অবিশ্বাস বিরাজ করছে। দেশের উন্নয়নে উল্লেখ্য কোনো ভূমিকা রাখতে পারছেনা সরকার। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে যদি সদ্য সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর উপযুক্ত শাস্তি হতো তাহলে গাফফার চৌধুরীর এই ঐদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখার সাহস পেতেন না।

সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, গাফফার চৌধুরী আল্ল‍াহর গুণবাচক নাম নিয়ে মিথ্যা বক্তব্য দিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর অনুভূতিতে আঘাত হেনেছেন। এই বিতর্কিত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা না করলে এর জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে।

জাতীয় ছাত্রসমাজ ঢাকা মহানগর সভাপতি মো. সাজিদ মহামুদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, পাটির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলি আব্বাস খান,  রফিকুল হক হাফিজ, আলহাজ্জ্ব সেলিম মাস্টার, যুগ্ম-মহাসচিব এ এস এম শামীম, ছাত্র সমাজের আহবায়ক মামুন-উল হাসিব ভূঁইয়া, সদস্য সচিব কাজী ফয়েজ আহমদ, ঢাকা মহানগর সদস্য সচিব মো. সাইদুল ইসলাম চৌধুরী (সাঈদ), ছাত্র নেতা মো. শামীম, মো, মহসীন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।