ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

১৪ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাসের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
১৪ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাসের আহ্বান সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া

ঢাকা: আগামী ১৪ জুলাইয়ের মধ্যেই গার্মেন্টসসহ সব সেক্টরের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
 
বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।



বাংলাদেশ সাম্যবাদী দল ‘ঈদের আগে ১৪ জুলাইয়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ সব শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে।  
 
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, প্রতিবার ঈদের আগে হাড়ভাঙা খাটুনি করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে বিড়ম্বনা পোহাতে হয়। এ অবস্থার উন্নতি আনতেই হবে। যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন, তাদের কেন বরাবর এমন পরিস্থিতিতে পড়তে হবে।
 
এবার যেন তেমনটি না হয়। ঈদের আগে ১৪ জুলাইয়ের মধ্যেই যেন সব শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেন মালিকরা, এ আহ্বান জানাচ্ছি, বলেন দিলীপ বড়ুয়া।
 
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এসকেএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।