ঢাকা: নাশকতার কয়েকটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (০৯ জুলাই) এসব আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
সরকার পতনের লক্ষ্যে ২০১৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত বিরোধী জোটের আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানায় এ সব মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে এম কে আনোয়ারের বিরুদ্ধে নয়টি, তরিকুল ইসলামের চারটি, আব্দুল আউয়াল মিন্টুর একটি ও আমান উল্লাহ আমানের ৪২টি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
ইএস/টিআই/এবি/এএসআর