সিলেট: সিলেটে জাতীয় পার্টির দু’গ্রুপে সংঘর্ষকালে সার্কিট হাউস ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মধ্যরাতে সার্কিট হাউসের নাজির ফজলুল হক বাদি হয়ে মামলাটি (নং-১০(৯)১৫) দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার (এসআই) ফয়াজ উদ্দিন ফয়েজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় প্রধান আসামি ফয়জুর রহমানসহ ১৩ জনের নামোল্লেখ করে ২৫/৩০ জনকে আসামি দেখানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখিত অন্য আসামিরা হলেন, মো. মেহেদী হাসান, মো. রায়হান, জায়েদ আহমদ, নাছির উদ্দিন, বিল্লাল আহমদ, জয়নাল হোসেন, সামসুদ্দিন রানা, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়ার ছোট সিাহেল আল রাজি, সালমান চৌধুরী শাম্মী ও জাবের আহম্মদ চৌধুরী, হেলাল আহমদ এবং আশিক আহমদ।
এদিকে, সংঘর্ষের ঘটনায় আটক ১৩ জনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এসআই ফয়াজ উদ্দিন।
প্রসঙ্গত, বুধবার (৮ জুলাই) রাত পৌনে ৮টায় ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিলেট সার্কিট হাউসে জাপা দুই গ্রুপের সংঘর্ষ হয়। কেন্দ্রীয় সাংগঠিনক সম্পাদক ও জেলা জাপার আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী ও সিলেট-২ আসনের জাপার সংসদ সদস্য (এমপি) ইয়াহিয়া চৌধুরী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলাকারীরা এসময় সিলেট সার্কিট হাউসে ব্যাপক ভাঙচুর করে। এঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘন্টা, জুলাই ০৯, ২০১৫
এনইউ/কেএইচ