ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

যুবলীগের ইফতারে সৈয়দ আশরাফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
যুবলীগের ইফতারে সৈয়দ আশরাফ সৈয়দ আশরাফুল ইসলাম

ঢাকা: যুবলীগের ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ ইফতার ও আলোচনা সভায় যোগ দেন তিনি।



এর আগে, বিকেলে সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে অব্যাহতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে তাকে দফতরবিহীন মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়।

সরকারের ওই সিদ্ধান্তের পর ক্ষমতাসীন দলের যুব সংগঠনের ইফতারে অংশ নিলেন সৈয়দ আশরাফ।

ইফতার ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠানের বক্তা যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। এতে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী-সমর্থকরা অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এসকে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।