ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সরকারের গুম-খুনের জবাব আন্দোলনের মাধ্যমেই আসবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
সরকারের গুম-খুনের জবাব আন্দোলনের মাধ্যমেই আসবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ভোটারবিহীন সরকারের গুম-খুন-হামালার জবাব আগামী দিনে খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র নেতারা।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহে দক্ষিণ জেলা যুবদলের আয়োজনে জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান মরহুম মাহাবুবুল আলম রানা এবং দক্ষিণ জেলা যুবদলের সদস্য মরহুম নবী হোসেনের রূহের মাগফিরাত কামনায় এক দোয়া-ইফতার-মাহফিলে বক্তারা এসব কথা বলেন।



কেন্দ্রীয় যুবদলের সদস্য লিটন আকন্দের সভাপতিত্বে ও যুবদল নেতা সাইফুল ইসলাম বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা এবং গৌরীপুর উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ তায়েবুর রহমান হিরন প্রমুখ।

যুবদলের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে র্দীঘদিন পর ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় নেতা-কর্মীদের মিলন মেলায় পরিণত হয়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।