শেরপুর: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে খাদ্য ও বিদ্যুতের অভাব দেখা দেয়, মানুষের পরনের কাপড়ে টান পড়ে।
বিএনপি থাকলে শিক্ষার বেহাল অবস্থা হয়।
শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া শহীদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে গরিব-দুস্থদের মধ্যে ভিজিএফের চাল, ঈদ উপলক্ষে শাড়ি, লুঙ্গিসহ পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতিয়া বলেন, আমরা নির্বাচনের সময় বলেছিলাম বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যআয়ের দেশে পরিণত করবো। যেভাবে দেশ এগোচ্ছে মনে হয় আগেই আমরা মধ্য আয়ের দেশে পরিণত হব।
তিনি বলেন, দেশে মাতৃমৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হার কমেছে, স্যানিটেশন ব্যবস্থা ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে। দেশটা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলার ৪ ইউনিয়নে ৫ হাজার গরিব-দুস্থকে ১০ কেজি করে চাল, ৮শ শাড়ি, ৪শ শার্ট, ৪শ গেঞ্জি ও ট্রাউজারস এবং ১৭ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ১১৯টি থ্রি-পিস ৭২টি শাড়ি বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক ড. পারভেজ রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল ওয়ারীশ, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এসআর