ঢাকা: ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
খালেদা জিয়া তার শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেন।
কোন পরিস্থিতিতে এবং কী কারণে এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে তা দ্রুত তদন্তের দাবি জানান বিএনপির চেয়ারপারসন।
একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এজেড/আরএম