ঢাকা: দেশের মানুষ আজ চায় আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে যাক এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ঈদের আগেই জাতীয় নেতাদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী নাগরিক দল এ আলোচনা সভার আয়োজন করে।
শাহ মোয়াজ্জেম বলেন, সৈয়দ আশরাফকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও গম কেলেঙ্কারিসহ অন্যান্য দুর্নীতির দায়ে প্রশ্নবিদ্ধ মন্ত্রীদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেশের মানুষ এখন চায় সৈয়দ আশরাফের মতো আওয়ামী লীগও ক্ষমতা থেকে সরে আসুক।
প্রধানমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে একটি ছবি দেখিয়ে বলেছেন, বিএনপি নেতারা ভাঙচুর করেছে, গাড়িতে আগুন দিয়েছে। গণমাধ্যমে প্রকাশ করা হলে ওই ছবিতে একজন বিএনপি নেতাকেও খুঁজে পাওয়া যাবে না।
আয়োজক সংগঠনের সভাপতি শাহাজাদা সৈয়দ মোহাম্মদ ওমরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাছের মুহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী সদস্য এইচ এম সাইফ আলী খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
একে/আইএএ/এটি