ঢাকা: ইসলাম নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়ায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট।
শুক্রবার (১০ জুলাই) বাদ জুমা রাজধানীর লালবাগে এ বিক্ষোভ কর্মসূচি পালণ করে সংগঠনটি।
কর্মসূচিতে সংগঠনের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, সংগঠনের নেতা মুফতি মুহাম্মদ তৈয়্যেব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা মুঈনুদ্দীন রুহী, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা ইসহাক, মাওলানা মাহমুদুল হক, মাওলনা আবদুল আজিজ, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
পিআর/এমএ ।