ঢাকা: সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ শোক প্রকাশ করেন।
শোকবাণীতে তিনি বলেন, সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সালের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। মুসলিম উম্মাহসহ সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন। তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এ নেতার মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন দক্ষ ব্যক্তিত্বকে হারালো।
মরহুমের শোকাহত পরিবার-পরিজন এবং সৌদি সরকার, রাজ পরিবার ও সৌদি আরবের জনগণের প্রতি শোকবাণীতে গভীর সমবেদনা জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এলকে/আইএ