ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

কাউনিয়ার আমির গ্রেফতারে জামায়াতের প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
কাউনিয়ার আমির গ্রেফতারে জামায়াতের প্রতিবাদ

ঢাকা: রংপুর জেলার কাউনিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুস সালামকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ নিন্দা ও প্রতিবাদ জানান।



বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশে পবিত্র রমজান মাসে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে সরকার কষ্ট দিচ্ছে। এ ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্র আরও নগ্নভাবে ফুটে উঠেছে। সরকারের এ জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি।

মাওলানা আবদুস সালামসহ সারাদেশে জামায়াতের গ্রেফতার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও বিবৃতিতে আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।