ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে মৃত্যুর ঘটনায় শিবিরের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
ময়মনসিংহে মৃত্যুর ঘটনায় শিবিরের শোক

ঢাকা: ময়মনসিংহের নূরানী জর্দা কারখানায় জাকাতের কাপড় আনতে গিয়ে ২৫ জনের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে সংগঠনের সভাপতি আব্দুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ শোক প্রকাশ করেন।



বিবৃতিতে নেতারা শোক প্রকাশ করার পাশাপাশি ঘটনার  সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।  

একইসঙ্গে নিহতদের পরিবার পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।

নেতারা মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে তাদের শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘন্টা, জুলাই ১০,২০১৫
এলকে/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।