ঢাকা: ময়মনসিংহের নূরানি জর্দা কারখানায় জাকাতের কাপড় আনতে গিয়ে ২৫ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে সংগঠনের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক এবং মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের এ শোক প্রকাশ করেন।
শোকবাণীতে নেতারা নিহতদের রুহের মাগফেরাত কামনা করে তাদের শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আহতদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানায় খেলাফত মজলিস।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এলকে/কেএইচ