ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলায় ছাত্রলীগ-তরুণলীগ সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
ভোলায় ছাত্রলীগ-তরুণলীগ সংঘর্ষে আহত ১৫

ভোলা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলার চরফ্যাশনে ছাত্রলীগ ও তরুণলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের কলেজ রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।



আহতদের মধ্যে রাজ্জাক, নাজমুল, সুমন কুতুব ও রাফিসহ আটজনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুনিয়র ও সিনিয়র বিষয় নিয়ে উপজেলা তরুণলীগের সভাপতি রাজ্জাকের সঙ্গে স্থানীয় কলেজ শাখা ছাত্রলীগ নেতা শুভর বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার (০৯ জুলাই) এ নিয়ে এক দফা সংঘর্ষের পর উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতারা বিষয়টি সমঝোতা করে দেন। কিন্তু বিবাদমান দু’পক্ষের মধ্যে অধিপত্য বিস্তারকে কেন্দ্র শুক্রবার ফের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে জানান, ছাত্রলীগ ও তরুণলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।