ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

তরিকুল ইসলাম হাসপাতালে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
তরিকুল ইসলাম হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিক তরিকুল ইসলামকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন তিনি।



শনিবার (১১ জুলাই) দুপুরে বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।

এদিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল সূত্রে জানা গেছে, স্টিমিক হার্ট ডিজিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত তরিকুল ইসলামকে শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের প্রধান নির্বহী (সিইও) ডা. এম এ রশিদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

হাসপাতাল সূত্র আরও জানায়, এই মুহূ্র্তে তরিকুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।