ঢাকা: যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা সারা দেশে টেন্ডারবাজি, দখলবাজির অভয়ারণ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ তুলে জাতি এ থেকে পরিত্রাণ চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি।
শনিবার (১১ জুলাই) রাজধানীর শ্যামপুর বালুর মাঠে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত ইফতারপূর্ব কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, দুই যুগের বেশি সময় ধরে দেশের মানুষ দুই দলের গণতন্ত্রের নামে একনায়তন্ত্রের যাঁতাকলে পিষ্ট। এই তথাকথিত গণতন্ত্রের বিরুদ্ধে মানুষকে জেগে উঠতে হবে। আমরা গণতন্ত্র মানে বুঝি মানুষের জীবনের নিরাপত্তা বিধান করা। স্বাধীনভাবে মত প্রকাশ করা। কিন্তু তথাকথিত দুই দলের গণতন্ত্রে এসব উপেক্ষিত।
সভাপতির বক্তব্যে সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, দেশের মানুষের কাছে শুধুমাত্র ভোট দেওয়ার দিন গণতন্ত্র ধরা দেয়। আর ৩৬৪ দিন থাকে ক্ষমতাসীনদের গণতন্ত্র। আমরা শুধুমাত্র এক দিনের গণতন্ত্র নয়, ৩৬৫ দিনের গণতন্ত্র চাই।
যাদের ক্ষমতা আছে, যারা অস্ত্রবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মাস্তাসী করে সাধারণ মানুযষের সম্পদ কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ জাপার সদস্য সচিব জহিরুল আলম রুবেল, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজু, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর হোসেন, ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজ, জাপা নেতা রফিকুল ইসলাম ঠাণ্ডু, কাওসার আহমেদ, ইব্রাহীম মোল্লা, শেখ মাসুক রহমান, সুজন দে, শামসুজ্জামান কাজল, জহিরুল ইসলাম সরকার, নাজিম আহমেদ চিশতী, সুলতানা আহমেদ লিপি, লতা আরমান।
সভা শেষে যুবদল নেতা তুষার হোসেন এবং ছাত্রদল নেতা বিল্লাল হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বাবলার হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এসআই/এএসআর