ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নড়াইলের নেতা খলিলুরের মৃত্যুতে বিএনপির শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
নড়াইলের নেতা খলিলুরের মৃত্যুতে বিএনপির শোক

ঢাকা: নড়াইলের কালিয়া পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমানের (৭৬) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় পাঠানো এক শোকবার্তায় দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, খলিলুর রহমানের মৃত্যুতে তার এলাকাবাসীর মতো আমরাও গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি অবিচল আস্থাশীল মরহুম খলিলুর রহমান কালিয়া পৌর বিএনপিকে শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা রেখে গেছেন সেজন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

আসাদুজ্জামান রিপন মরহুম খলিলুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার দুপুরে খুলনা সার্জিক্যাল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খলিলুর রহমান ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।