ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে জাতির অস্তিত্ব বিপন্ন হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে জাতির অস্তিত্ব বিপন্ন হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মশিউর রহমান যাদু মিয়ার স্মরণসভায় বক্তারা বলেছেন, মাওলানা ভাসানী উত্তর রাজনীতিতে আধিপত্যবাদ বিরোধী, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক রাজনীতির সার্থক নেতৃত্ব ছিলেন যাদু মিয়া। বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠায় তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলেও মনে করেন তারা।



যাদু মিয়ার আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধ হতে না পারলে ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে জাতির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে বলে অভিমত তাদের।
 
শনিবার (১১ জুলাই) বিকেলে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
 
ঢাকা মহানগর ন্যাপের আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু‘র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, ডিএল যুগ্ম সম্পাদক খোকন চন্দ্র দাস, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদক আহসান হাবিব খাজা, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক আনছার রহমান শিকদার, প্রিন্সিপাল নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মো. শামিম ভুইয়া, মো. বেল্লাল হোসেন, মো. আকতার হোসেন, তোফাজ্জল হোসেন ভানু, মো. আবুল কালাম সরদার, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল মাসুম, জিল্লুর রহমান পলাশ, আবদুল্লাহ কাউছার প্রমুখ।
 
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, শাসকগোষ্ঠী যখন মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র হত্যা করে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে তখন মশিউর রহমান যাদু মিয়ার মতো নেতৃত্বের প্রয়োজনীয়তা জাতি মর্মে মর্মে উবলব্ধি করছে।
 
তিনি বলেন, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যাদু মিয়া আজীবন অনুপ্রেরণার উৎস। যাদু মিয়া আছেন এবং থাকবেন। কেউ তাকে মুছে ফেলতে পরবে না। যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চলবে, ততদিন যাদু মিয়া বেঁচে থাকবেন।
 
এম এম আমিনুর রহমান বলেন, সরকারের ভুল রাজনীতি রাষ্ট্রকে গভীর সঙ্কটে ফেলে দিয়েছে। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ব্যাপক পরিবর্তন ঘটে যাচ্ছে। জনগণ গণতান্ত্রিক ও মুক্ত সমাজ গঠনের স্বপ্ন পরিত্যাগ করে অগণতান্ত্রিক শক্তির আগমনে ভীত হয়ে পড়ছে। সরকারের ভুল রাজনীতি চলতে থাকলে মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রাজনীতি অপসারিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অগণতান্ত্রিক রাজনীতির উত্থান ঘটতে পারে, যা হতে পারে ভয়ঙ্কর।
 
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।