ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি চেয়ারপারসন ইফতার পার্টিতে গিয়ে অপপ্রচার চালাচ্ছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
বিএনপি চেয়ারপারসন ইফতার পার্টিতে গিয়ে অপপ্রচার চালাচ্ছেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিভিন্ন ইফতার পার্টিতে গিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরে ঢাকা-২ সংসদীয় আসনের আওয়ামী লীগের ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন খাদ্যমন্ত্রী।



তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচনের পরে সারাদেশে হরতাল-অবরোধ দিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সাধারণ মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এদের বিচার বাংলার মাটিতে করা হবে।

আমদানি করা ব্রাজিলের গম প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ব্রাজিল থেকে বাংলাদেশে যে গম এসেছে তা খাওয়ার উপযোগী।
 
ইফতার ও আলোচনা সভায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভেজ দেওয়ান, স্বেচ্ছসেবক লীগ নেতা লিয়াকত, ছাত্রলীগ নেতা সায়েম মোল্লা, মাসুদুর রহমান, যুবলীগ নেতা কাইয়ুমসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।